Sambad Samakal

Football WorldCup: ব্রাজিল থেকেই এক সময়ে খোয়া গিয়েছিল ‘আদি-বিশ্বকাপ’!

Dec 2, 2022 @ 5:49 pm
Football WorldCup: ব্রাজিল থেকেই এক সময়ে খোয়া গিয়েছিল ‘আদি-বিশ্বকাপ’!

বর্তমানে আমরা যে ফুটবল বিশ্বকাপ ট্রফি দেখতে অভ্যস্ত, তা তৈরি হয়েছিল ১৯৭০ সালের পরে। তার আগে ফিফা বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হত জুলে-রিমে ট্রফি। ঝড়-ঝাপটাও কম যায়নি, এই বিশেষ ট্রফিটির ওপর দিয়ে। ১৯৬৬ সালে প্রথমবার ইংল্যান্ড থেকে চুরি যায়, সোনার প্রলেপ দেওয়া রুপোর ওই ট্রফিটি। অবাক করা বিষয় হল, সেবার ট্রফিটি উদ্ধার হলেও, তা চিরতরে হারিয়ে যায় ব্রাজিল থেকে।

১৯৭০ সালে ৩ বার বিশ্বকাপ জিতে এই ট্রফিটি হস্তগত করেছিল ব্রাজিল। সেদেশের ফুটবল ফেডারেশনের অফিসেই সংরক্ষিত ছিল ট্রফিটি। ১৯৮৩ সালের ২০ ডিসেম্বর রাতে ৩ জনের দুষ্কৃতি দল হানা দেয় সেখানেই। নিরাপত্তারক্ষীদের মেরে সেই ট্রফি নিয়ে যায় তারা। তারপর থেকে আর সেই ট্রফি উদ্ধার করা যানি। তবে সেই ট্রফিটি ভুয়ো ছিল বলে দাবি করেছিলেন সেই সময়েই এক প্রখ্যাত সাংবাদিক।

Related Articles