Sambad Samakal

Cricket: প্রথম শ্রেণির ক্রিকেটে ১ বলে হয়েছিল ২৮৬ রান! আদৌ বাস্তবে সম্ভব!

Dec 4, 2022 @ 6:12 pm
Cricket: প্রথম শ্রেণির ক্রিকেটে ১ বলে হয়েছিল ২৮৬ রান! আদৌ বাস্তবে সম্ভব!

শেষ বলে ৬ মেরে ম্যাচ জিতিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি। নো বলে ৬ মারায় কখনও ৭ রান যুক্ত হয়েছে স্কোরবোর্ডে। কিন্তু ১ বলে ২৮৬ রান করা আদৌ সম্ভব! না কোনও পাড়া ক্রিকেটের কথা হচ্ছেনা। প্রথম শ্রেণির ক্রিকেটেই নাকি ঘটেছিল এমন বিচিত্র ঘটনা। ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি এক আজব ক্রিকেট ম্যাচের গল্প শুনিয়েছিল ইংল্যান্ডের ‘ফোর’ পত্রিকা।

অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত ম্যাচটি খেলা হচ্ছিল ভিক্টোরিয়া ও ক্র্যাচ একাদশের মধ্যে। আর সেই ম্যাচেই ১ বলে ২৮৬ রান নেন সামারভিল গিবন নামের এক অজি ক্রিকেটার। আদতে ওভারবাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন গিনব। কিন্তু বাউন্ডারি লাইনের ধারে ঝুঁকে থাকা একটি গাছের ডালে আটকে যায় বল। অক্লান্তভাবে ক্রিজের মধ্যে প্রায় ৬ কিলোমিটার দৌড়েছিলেন ওই ব্যাটার। শেষপর্যন্ত বলটি যখন গাছ থেকে পাড়া হল, ততক্ষণে স্কোরবোর্ডে যুক্ত হয়ে গিয়েছে ২৮৬ রান। ১৮৬৪ সালে লন্ডন থেকে প্রকাশিত ‘পল মল গ্যাজেট’ থেকেও এই গল্পের সন্ধান পান কিছু ক্রিকেট গবেষক। কিন্তু এর কোনও বাস্তব প্রমাণ পাওয়া যায়নি আজ পর্যন্ত।

Related Articles