Sambad Samakal

Football WorldCup: এক বিশ্বকাপে ১৩ গোল! কে তৈরি করেছিলেন এমন অবিশ্বাস্য রেকর্ড?

Dec 4, 2022 @ 4:54 pm
Football WorldCup: এক বিশ্বকাপে ১৩ গোল! কে তৈরি করেছিলেন এমন অবিশ্বাস্য রেকর্ড?

লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই দুজনকে ছাড়া আধুনিক ফুটবল কল্পনাই করা যায়না। তবে বিশ্বকাপের গোল ট্যালিতে রোনাল্ডোর সংগ্রহ ৮, আর মেসির ৯। ৫টি বিশ্বকাপ খেললেও এখনও ১০-এর গণ্ডি পেরোতে পারেননি দুজনের কেউই। কিন্তু এক বিশ্বকাপেই এই অসম্ভবকে সম্ভব করেছিলেন, ফ্রেঞ্চ ফুটবলার জাস্ট লুইস ফন্টাইন। ১৯৫৮ সালের বিশ্বকাপে প্যারাগুয়ের বিরুদ্ধে হ্যাট-ট্রিক দিয়ে সূচনা করেছিলেন ২৪ বছরের ফন্টাইন।

যুগোস্লাভিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ২টি করে গোল। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও জোড়া করেছিলেন এই ফ্রেঞ্চ ফুটবলার। তবে সেমিফাইনালে স্পেনের বিজয়রথ আটকে দিয়েছিল পেলের ব্রাজিল। সেই বিশ্বকাপের মধ্যমণি হলেও, জাস্ট লুইস ফন্টাইনের ৬ ম্যাচে ১৩ গোল করার রেকর্ড সারাজীবনে স্পর্শ করতে পারেননি কোনও আন্তর্জাতিক ফুটবলারই।

Related Articles