Sambad Samakal

Gold Price: ঊর্ধ্বমুখী হলুদ ধাতু, তিনদিনে কত বাড়ল সোনার দাম?

Dec 4, 2022 @ 4:18 pm
Gold Price: ঊর্ধ্বমুখী হলুদ ধাতু, তিনদিনে কত বাড়ল সোনার দাম?

শীতে বিয়ের মরশুম শুরু হতেই ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। গত তিনদিনে সোনার দাম বেড়েছে ৯০০ টাকা। রবিবার ০৪ ডিসেম্বর কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৫৪৩০০ টাকা। শনিবারের চেয়ে তা ৫০ টাকা বেড়েছে। ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম একদিনে এক ধাক্কায় ১০০ টাকা বেড়ে হয়েছে প্রতি ১০ গ্রাম ৫২৩০০ টাকা। এদিন ২২ ক্যারাট গয়না সোনার দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ৫১৫০০ টাকা প্রতি ১০ গ্রাম।

শুক্রবার পাকা, গয়না এবং হলমার্ক সোনার দাম বেড়ে যায় ৩০০ টাকা। তার পর শনিবার সোনার দাম আরও বাড়ে। ওই দিন হলমার্ক সোনার দাম এক ধাক্কায় বেড়েছিল ৫৫০ টাকা। পাকা ও গয়না সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা করে।

১ সপ্তাহে সোনার দামের দৈনিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, গত রবিবার (২৭ নভেম্বর, ২০২২) সোনার দাম ১৫০ টাকা বেড়েছিল। তার পর সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার— এই ৪ দিন আর দাম বাড়েনি।

উল্লেখ্য, সোনার এই দামের সঙ্গে প্রতি ক্ষেত্রে আলাদা করে প্রযুক্ত হবে জিএসটি এবং টিসিএস-এর মতো কর।

Related Articles