Sambad Samakal

CBI: এসএসসি নিয়োগে দুর্নীতি করে চাকরি পেয়েছিল কত জন? হাইকোর্টে কী জানাল সিবিআই?

Dec 5, 2022 @ 1:11 pm
CBI: এসএসসি নিয়োগে দুর্নীতি করে চাকরি পেয়েছিল কত জন? হাইকোর্টে কী জানাল সিবিআই?

এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতি করে কত জন চাকরি পেয়েছিলেন, সোমবার কলকাতা হাইকোর্টে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিল সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিবিআইয়ের সিট জানিয়েছে, মোট ২১ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। আর সেই দুর্নীতি করতে গিয়ে প্রায় ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছিল।

সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক অশ্বিনী সিংভির নেতৃত্বে সিটের পেশ করা রিপোর্ট দেখে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানান, এই দুর্নীতি সমস্ত দিক প্রকাশিত হবে সিবিআইয়ের তদন্তের মাধ্যমে। প্রসঙ্গত, গত সপ্তাহেই হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ১৮৩ জন অযোগ্য চাকরি প্রাপকের নামের তালিকা প্রকাশ করেছিল। এরপরে আরও ৪০ জন অযোগ্য চাকরি প্রাপকের হদিশ পাওয়া যায়। সবক্ষেত্রেই ওমআর শিট বিকৃত করার অভিযোগ উঠেছে।

Related Articles