Sambad Samakal

Weather: নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়ায় বাধা! ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ?

Dec 7, 2022 @ 9:24 am
Weather: নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়ায় বাধা! ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ?

ডিসেম্বরের শুরুতেই কার্যত উধাও হতে চলেছে শীত! বুধবার সকাল থেকেই রৌদ্রজ্জ্বল শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর-পশ্চিমের হাওয়া। যদিও এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বেনা বাংলার। আগামী কয়েকদিনে হালকা ঠাণ্ডার অনুভূতি বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।

Related Articles