Sambad Samakal

Mamata: রাজ্যের অধিকার খর্ব করতে বিল আনছে কেন্দ্র! কী অভিযোগ মমতার?

Dec 7, 2022 @ 7:55 pm
Mamata: রাজ্যের অধিকার খর্ব করতে বিল আনছে কেন্দ্র! কী অভিযোগ মমতার?

বুধবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এদিন বিকেলেই মোদি সরকারের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অধিকার খর্ব করতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার মতো একাধিক বিপজ্জনক বিল আনতে চলেছে কেন্দ্র, এমনটাই আশঙ্কা মমতার। এদিন দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মমতা। চলতি অধিবেশনে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কী হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশও দেন।

এরপরে সন্ধ্যেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “এই শীতকালীন অধিবেশনে কেন্দ্র বেশ কয়েকটা বিপজ্জনক বিল আনতে চলেছে। বিদ্যুৎ, সমবায়, তথ্য সংরক্ষণ সহ বিভিন্ন বিলে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করার চেষ্টা হতে পারে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হতে পারে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা দলগত ভাবে বিরোধীতা করবেন। কিন্তু মোদী সরকার বিরোধীদের কোনও কথা শুনতেই রাজি হয়না। সংখ্যার জোরে যে কোনও বিলই তারা পাশ করিয়ে নেয়।”

Related Articles