Sambad Samakal

Football WorldCup: একটি শহরেই আয়োজিত হয়েছিল গোটা ফুটবল বিশ্বকাপ! কবে জানেন?

Dec 9, 2022 @ 6:35 pm
Football WorldCup: একটি শহরেই আয়োজিত হয়েছিল গোটা ফুটবল বিশ্বকাপ! কবে জানেন?

কমনওয়েলথ গেমস বা অলিম্পিক সাধারণত আয়োজিত হয়ে থাকে একটি মাত্র শহরে। তবে ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা। দর্শকদের ভিড় সামাল দিতে একটি দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় খেলা। তবে একটি মাত্র শহরেই গোটা বিশ্বকাপ আয়োজনের নজিরও রয়েছে ফিফার ইতিহাসে।

১৯৩০ সালের প্রথম ফুটবল বিশ্বকাপ। সেইসময়ে অলিম্পিকের আসরকেই বিশ্বের অধিকাংশ দেশ ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে ধরতেন। তাই অলিম্পিকের ধাঁচেই রাজধানী মন্টেভিডিওতে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে উরুগুয়ে। শহরের মাত্র ৩টি মাঠে খেলা হয়েছিল ফুটবল বিশ্বকাপ। যার মধ্যে ৯০ হাজার দর্শকাসন বিশিষ্ট সেন্টেনারিও ছিল প্রধান স্টেডিয়াম। আরও একটি মজার বিষয় হল, ওই ৩টি স্টেডিয়ামের মধ্যে দুরত্ব ছিল মেরেকেটে ৩ কিলোমিটার। কিন্তু এরমধ্যেই সফল ভাবে অনুষ্ঠিত হয় ফুটবলের প্রথম বিশ্বকাপ।

Related Articles