Sambad Samakal

TET 2022: টেট পরীক্ষার্থীদের জন্য কী ঘোষণা পরিবহণ মন্ত্রীর?

Dec 9, 2022 @ 7:48 pm
TET 2022: টেট পরীক্ষার্থীদের জন্য কী ঘোষণা পরিবহণ মন্ত্রীর?

রবিবার টেট পরীক্ষা। এবছর প্রাথমিকে নিয়োগের এই পরীক্ষায় বসছেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু ছুটির দিনে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে তাঁদের যাতে যানবাহনের সমস্যায় পড়তে না হয়, সেজন্য বড় ঘোষণা করল রাজ্য পরিবহণ দফতর।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস রবিবার

২০১৭ সালের পর ফের টেট হবে আগামী ১১ ডিসেম্বর, রবিবার। রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকের টেট (TET)। এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে। সংখ্যাটা প্রায় ৭ লক্ষ। যেহেতু রবিবার, তাই পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত রাজ্য পরিবহণ দফতরের।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, রবিবার পরিবহণ পরিষেবাকে মসৃণ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। তিনি বলেন, “প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসতে চলেছেন। প্রায় ১৪০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যেহেতু রবিবার ছুটির দিন তাই পর্যাপ্ত যানবাহন নিয়ে ভাবনা রয়েছে তাঁদের। তাই রবিবার ছুটির দিন হলেও আমরা সবাইকে অনুরোধ করছি সেদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত গাড়ি রাস্তায় নামে।” বিভিন্ন পরিবহণ সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদনের পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার যেন তাঁরা সমস্ত বাস পথে নামান। জলপথ পরিবহণও রবিবার চালু থাকবে বলে জানান মন্ত্রী।

Related Articles