Sambad Samakal

USA: ৬৮ বছর ধরে একটানা হেঁচকি তুলেছেন এই ব্যক্তি!

Dec 9, 2022 @ 9:24 pm
USA: ৬৮ বছর ধরে একটানা হেঁচকি তুলেছেন এই ব্যক্তি!

১৯২২ সালের ৫ জুন। প্রতিদিনের মতোই এদিনও নিজের দোকানে বসে শূকরের মাংস বিক্রি করছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা চার্লস ওসবর্ন। সেই সময়েই আচমকা ৩৫০ পাউন্ডের একটি মাংসের টুকরো পড়ে যায় ওসবর্নের মাথার ওপরে। হাতে-পায়ে চোট লাগার থেকেও তারপরে গুরুতর সমস্যা দেখা দেয় তাঁর শরীরে। একটানা উঠতে শুরু করে হেঁচকি!

মিনিটে অন্তত ৫০টি হেঁচকি উঠত ওসবর্নের। ঘরোয়া টোটকায় কাজ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। কিন্তু তাতেও লাভ কিছু হয়নি। ১৯৯০ সালে মৃত্যুর আগে পর্যন্ত একটানা হেঁচকি ওঠে তাঁর। পৃথিবীর ‘দীর্ঘতম হেঁচকি’র জন্য গিনেস বুকে নামও তোলেন চার্লস ওসবর্ন।

Related Articles