Sambad Samakal

Weather: মরশুমের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা কত?

Dec 9, 2022 @ 11:07 am
Weather: মরশুমের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা কত?

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদের ওঠানামা লেগেই রয়েছে। এরমধ্যেই শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, আজ মরশুমের শীতলতম দিন।

হওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজ বেশ খানিকটা শীত অনুভূত হবে।

তবে শনিবার থেকে ফের কমবে শীতের আমেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। শুক্রবার মাঝরাত থেকে শনিবার ভোরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। যার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের আকাশ কার্যত মেঘলা থাকবে। বাড়বে তাপমাত্রাও। আগামী তিন-চার দিন এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Related Articles