Sambad Samakal

Cyclone Mandous: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মান্দৌস’, জলমগ্ন চেন্নাই, বিপর্যস্ত রেল-বিমান পরিষেবা

Dec 10, 2022 @ 10:21 am
Cyclone Mandous: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মান্দৌস’, জলমগ্ন চেন্নাই, বিপর্যস্ত রেল-বিমান পরিষেবা

শুক্রবার গভীর রাতে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মন্দৌস। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ল্যান্ডফলের দাপটে ২০০-রও বেশি গাছ উপড়ে পড়েছে তামিলনাড়ু উপকূল সংলগ্ন বিভিন্ন এলাকায়। বর্তমানে দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। সবথেকে বেশি ক্ষতি হয়েছে চেঙ্গালপাট্টু জেলায়।

ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। বাতিল হয়েছে একাধিক আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। দুর্যোগের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles