Sambad Samakal

CMC Kolkata: এখনও অনড় পড়ুয়ারা, মেডিক্যালে অনশন তিন দিন পার

Dec 11, 2022 @ 12:33 pm
CMC Kolkata: এখনও অনড় পড়ুয়ারা, মেডিক্যালে অনশন তিন দিন পার

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লাগাতার অনশনে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। এখনও পর্যন্ত মেলেনি কোনও সমাধান সূত্র। আন্দোলনরত পড়ুয়ারা এখনও ২২ ডিসেম্বর নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। একটানা তিন দিনের অনশনের ফলে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিন জন পড়ুয়া।

অন্যদিকে, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, “আমরা এখনও ছাত্রদের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছি। নির্বাচন হবেই, কিন্তু ২২ তারিখে নির্বাচন সম্ভব নয়। কারণ স্বাস্থ্য ভবনের নির্দেশ ছাড়া আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমরা অনশনরত পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন।”

Related Articles