Sambad Samakal

Mamata: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি! মেঘালয়ে মমতা-অভিষেক

Dec 12, 2022 @ 6:11 pm
Mamata: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি! মেঘালয়ে মমতা-অভিষেক

২০২৩ সালের শুরুর দিকেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর তার আগে সোমবার মেঘালয় সফরে শিলংয়ে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরসঙ্গেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শিলং বিমানবন্দরে মমতা-অভিষেককে স্বাগত জানান মুকুল সাংমা সহ মেঘালয় তৃণমূলের সমস্ত প্রথম সারির নেতারা। দলীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন বহু সদস্য-সমর্থকও।

এদিন শিলং শহরের হোটেলে দলীয় নেতৃত্বের সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা-অভিষেক। মঙ্গলবার কর্মীসভার কর্মসূচী রয়েছে তৃণমূল সুপ্রিমোর। প্রসঙ্গত, মেঘালয়ে কংগ্রেসের ১৩ জন বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল। এছাড়াও বিভিন্ন জনজাতি ও উপজাতির মধ্যে তৃণমূল নেতা মুকুল সাংমার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ওয়াকিবাহল মহলের মতে, এবারের বিধানসভা নির্বাচনে তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারই সলতে পাকানোর কাজটা এদিন শুরু করে দিলেন মমতা-অভিষেক।

Related Articles