Sambad Samakal

Tawang Clash: তাওয়াংয়ে ভারত-চিন সেনা সংঘর্ষ, সংসদে কেন্দ্রের বিবৃতি দাবি কংগ্রেস-তৃণমূলের

Dec 13, 2022 @ 11:22 am
Tawang Clash: তাওয়াংয়ে ভারত-চিন সেনা সংঘর্ষ, সংসদে কেন্দ্রের বিবৃতি দাবি কংগ্রেস-তৃণমূলের

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় ও চিনা সেনার সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত সংসদ। মঙ্গলবারই সংসদে কেন্দ্রের বিবৃতি দাবি করেছে কংগ্রেস ও তৃণমূল। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর দাবি, কেন্দ্র সীমান্ত সংঘাত লুকোতে চাইছে। তাই বারবার আক্রান্ত হচ্ছেন ভারতীয় সেনার জওয়ানরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে, তা সংসদে জানাতে হনে মোদি সরকারকে।

পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রকমত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি সম্পর্কে সংসদে মোদি সরকারের বিবৃতি দাবি করা হয়েছে। এদিনই অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর।

Related Articles