Sambad Samakal

Indian Navy: ভারতীয় নৌ-সেনায় মহিলা কমান্ডো! কীভাবে হবে নিয়োগ?

Dec 13, 2022 @ 12:40 pm
Indian Navy: ভারতীয় নৌ-সেনায় মহিলা কমান্ডো! কীভাবে হবে নিয়োগ?

ভারতীয় নৌসেনার বিশেষ কমান্ডো বাহিনীতে অন্তর্ভুক্তি হতে চলেছে মহিলাদের! সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে নৌসেনার ‘মার্কোস’ কমান্ডো বাহিনীতি নিয়োগ করা হতে পারে মহিলাদেরও। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিককে উদ্ধৃত করে জানানো হয়েছে নৌসেনাতেই প্রথম বিশেষ কমান্ডো বাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে।

জানা যাচ্ছে, নৌসেনায় মহিলারাও এখন ‘মার্কোস’ কমান্ডো হতে পারবেন। তবে তার আগে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁদের। সেনার বিশেষ কমান্ডো বাহিনীতে যোগ দিতে হবে কঠিন শারীরিক পরীক্ষা ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সমস্ত ধাপ সফল ভাবে সম্পন্ন করতে পারলেই নৌসেনার ‘মার্কোস’ কমান্ডো বাহিনীতে যোগ দিতে আর কোনও বাধা রইলনা মহিলাদের।

Related Articles