Sambad Samakal

Weather: কুয়াশাচ্ছন্ন সকাল, বেলা বাড়লেই ফের ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ?

Dec 14, 2022 @ 9:49 am
Weather: কুয়াশাচ্ছন্ন সকাল, বেলা বাড়লেই ফের ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ?

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়েও জাঁকিয়ে শীতের দেখা নেই বঙ্গে। বুধবার ভোরে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়তেই রোদের তেজ বাড়ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রার পারদ। রাতের দিকে শিরশিরানি ঠান্ডা থাকলেও জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।

Related Articles