Sambad Samakal

KIFF 2022: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা মঞ্চ থেকে কী বার্তা মুখ্যমন্ত্রী মমতার?

Dec 15, 2022 @ 7:35 pm
KIFF 2022: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা মঞ্চ থেকে কী বার্তা মুখ্যমন্ত্রী মমতার?

বৃহস্পতিবার সূচনা হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ টলিউড ও বলিউডের তারকারা। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খানকে একই মঞ্চে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা লড়াই করে এটাই বোঝাতে চাইছি যে, বাংলা কখনও কারোর সামনে মাথা নীচু করেনা। ভিক্ষে চায়না। বাংলা মাথা উঁচু করে চলে। আমরা টলিউড, বলিউড, হলিউড কানেকশান করতে পারি।”

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বারবার বাংলায় আসবেন। সিনেমা, গান সহ সৃষ্টিশীল কাজের জন্য একটা আন্তর্জাতিক মঞ্চ প্রয়োজন, আমরা সেই কাজ করেছি। শাহরুখ, অমিতাভ জির কাছে আমরা চির কৃতজ্ঞ। আমরা টলিউডকে ভালোবাসি, আবার মুম্বইকেও ভালোবাসি। বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই।”

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন সহ অন্যান্যরাও।

Related Articles