Sambad Samakal

Suvendu-Dilip: শুভেন্দুর সভায় তিন মৃত্যু নিয়ে কী কটাক্ষ দিলীপের?

Dec 15, 2022 @ 12:01 pm
Suvendu-Dilip: শুভেন্দুর সভায় তিন মৃত্যু নিয়ে কী কটাক্ষ দিলীপের?

আসানসোলে শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট হয়ে তিন মৃত্যুর ঘটনায় কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। ঘটনাটি “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করার পাশাপাশি সভায় ভিড় সামলানোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

শুক্রবার সকালে দিলীপ ঘোষ বলেন, “খালি পুলিশের উপর ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা করতে হয়।” যে কম্বল বিতরণ কর্মসূচি ঘিরে এই ঘটনা এদিন সেই কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। বলেন, “দান-খয়রাতির বিষয়টি মানবতার অপমান, গরিবদের সাহায্য করার আরও উপায় আছে।”

শুভেন্দু অধিকারীর ঘোষণা করা “ডিসেম্বর ধামকা”র ১২ ও ১৪ তারিখ পরপর দুটি অঘটন। ১২ তারিখে সিবিআই হেফাজতে থাকা লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, আর ১৪ তারিখ পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হল। এবিষয়ে প্রশ্ন করা হলে ফের রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন দিলীপ ঘোষ। বলেন, “তারিখ দিয়ে রাজনীতি হয় না। আমি তারিখের রাজনীতি করি না। আমি জানি নির্দিষ্ট একটা তারিখে নির্বাচন হয়।”

Related Articles