বড়দিনের আগেই শহরে জাঁকিয়ে শীত পড়বে। বৃহস্পতিবার এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই ফের শীত ফিরতে শুরু করবে শর কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে। নামবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। জেলার পারদ নামতে পারে ১২ ডিগ্রিতে। সকালের দিকে কুয়াশা থাকবে। তবে শহরে বৃষ্টিপাতের সম্ভবনা নেই। যদিও আজ থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি চলবে। শুক্রবার থেকে কলকাতায় বইতে পারে উত্তুরে হাওয়া। শনি ও রবিবার জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>