Sambad Samakal

WorldCup Football: বিশ্বকাপের ম্যাচ কমিশনার হয়েছিলেন এক ভারতীয়! জানেন পরিচয়?

Dec 15, 2022 @ 5:10 pm
WorldCup Football: বিশ্বকাপের ম্যাচ কমিশনার হয়েছিলেন এক ভারতীয়! জানেন পরিচয়?

প্রিয়রঞ্জন দাশমুন্সি, সত্তরের দশকে ভারতীয় রাজনীতির অন্যতম মুখ ছিলেন তিনি। তবে তাঁকে ভারতীয় ফুটবলের অন্যতম সংগঠন ও সংস্কারক বললে ভুল হবেনা। দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সভাপতিত্বের দায়িত্ব সামলেছিলেন। কিন্তু যে বিষয়টি সবথেকে স্বল্পচর্চিত, তা হল ফুটবল বিশ্বকাপের মঞ্চে তাঁর উপস্থিতি।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ। প্রথম ভারতীয় হিসেবে ম্যাচ কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন তিনি। স্পেন ও তিউনিশিয়ার ম্যাচ যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব ছিল তাঁর কাঁধে। খেলা চলাকালীন উপস্থিত ছিলেন মাঠেও। তারপর পেরিয়ে গেছে ১৬ বছর। তবে দ্বিতীয় বারের জন্য আর কোনও ভারতীয়র কাছে এই সুযোগ আসেনি।

Related Articles