Sambad Samakal

Kolkata HC: নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তলব! কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Dec 16, 2022 @ 6:27 pm
Kolkata HC: নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তলব! কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তলব করা হতে পারে! শুক্রবার মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এমন ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করছেন। তাদের মধ্যে ৯ জন দারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। সেই মামলার শুনানিতে ওএমআর শিট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই ৯ জন চাকরিপ্রার্থী ও তাদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করতে হবে পর্ষদকে। পর্ষদের চেয়ারম্যান ও তাদের আইনজীবীও বৈঠকে থাকতে পারবেন। আগামী বুধবারের মধ্যেই এই বিষয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে পর্ষদকে। এপ্রসঙ্গেই, পর্ষদকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কাদের কাদের সুপারিশে চাকরি হল। পি সি সরকারের হাতের জাদুতে ওএমআর শিটের নম্বর বাড়ল! যারা অনৈতিক ভাবে চাকরি পেয়েছেন, অবিলম্বে তাদের চাকরি বাতিল করুন। আপনারা কিছু করতে না পারলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।”

Related Articles