Sambad Samakal

WorldCup Football: ক্লাব বিশ্বকাপ ফুটবলে খেলবে কতগুলো দল? কী ঘোষণা ফিফার?

Dec 17, 2022 @ 10:41 am
WorldCup Football: ক্লাব বিশ্বকাপ ফুটবলে খেলবে কতগুলো দল? কী ঘোষণা ফিফার?

এবার থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হতে চলেছে ক্লাব বিশ্বকাপ ফুটবল। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হল, এবার থেকে এই টুর্নামেন্টে খেলবে ৩২টি দল। ক্লাব বিশ্বকাপ ফুটবলে খেলত ৭টি দল।

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, সমীক্ষা করে দেখা গেছে প্রতিবছরের বদলে চার বছর অন্তর এই মেগা ক্লাব ইভেন্ট হলে তার জনপ্রিয়তা বাড়বে। প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সহ প্রিমিয়ার লিগের বহু ক্লাব এই মেগা ইভেন্টে অংশ নেয় না। তাই প্রতিবছরের পরিবর্তে এবার থেকে চার বছর অন্তর আরও বেশি সংখ্যক ক্লাবকে নিয়ে এই ইভেন্ট করাতে চাইছে ফিফা।

Related Articles