Sambad Samakal

Lalan Seikh: লালন কাণ্ডে সিবিআইকে চিঠি দিয়ে কী জানতে চাইল সিআইডি?

Dec 18, 2022 @ 2:50 pm
Lalan Seikh: লালন কাণ্ডে সিবিআইকে চিঠি দিয়ে কী জানতে চাইল সিআইডি?

সিবিআই হেফাজতে লালন শেখের শারীরিক ও মানসিক অবস্থা ঠিক কী ছিল? হেফাজতে থাকা অবস্থায় লালন শেখের মৃত্যু কী ভাবে হল? চিঠি দিয়ে এবার সিবিআইয়ের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইল সিআইডি। রবিবারই সিআইডির পক্ষ থেকে সিবিআইয়ের কাছে এই চিঠি পাঠিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তভার আগেই নিয়েছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এদিন ফের বগটুই গ্রামে মৃত লালন শেখের শ্বশুরবাড়িতে পৌঁছল সিআইডি-র পাঁচ সদস্যের প্রতিনিধি দল। যার মধ্যে রয়েছেন চার আধিকারিক ও এক জন ফটোগ্রাফার।

Related Articles