Sambad Samakal

Asansol: ফের জিতেন্দ্রর বাড়িতে পুলিশ, কেন ফিরতে হল খালি হাতে?

Dec 22, 2022 @ 11:36 am
Asansol: ফের জিতেন্দ্রর বাড়িতে পুলিশ, কেন ফিরতে হল খালি হাতে?

আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তেওয়ারির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তাঁদের আসানসোলের বাড়িতে ফের পৌঁছে যায় আসানসোল উত্তর থানার পুলিশ।

কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল পুলিশের। যদিও এদিন ফের খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। কারণ এদিনও জিতেন্দ্রর বাড়ি তালাবন্দ ছিল। বাড়িতে কেউ না থাকায় কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, গত মঙ্গলবারও একই ভাবে জিতেন্দ্র তিওয়ারির বাড়ি থেকে ফিরপ আসতে হয়েছিল পুলিশকে।

Related Articles