Sambad Samakal

Kolkata HC: প্রাথমিকে ফের বাতিল চাকরি! কী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

Dec 23, 2022 @ 2:00 pm
Kolkata HC: প্রাথমিকে ফের বাতিল চাকরি! কী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নয়া মোড়! শুক্রবার মোট ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে মোট ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিমকোর্টের নির্দেশে ফের সেই সমস্ত শিক্ষকদের বক্তব্য হলফনামার আকারে শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

জানা যাচ্ছে, চাকরি থেকে বরখাস্ত হওয়া মোট ৫৪ জন শিক্ষক হাইকোর্টে হলফনামা দাখিল করেছিলেন। এদিন তাদের বক্তব্য শোনার পরে ৫৩ জনের চাকরি পুনঃরায় বাতিল করার নির্দেশই বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এক জনের নাম ভুল করে তালিকাভুক্ত হওয়ায় চাকরি বহাল রয়েছে। অন্য এক জন প্রাথমিক শিক্ষক নিজের হলফনামায় ভুল তথ্য দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related Articles