Sambad Samakal

Weather: সাত বছরে উষ্ণতম বড়দিন! এক রাতে কত ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ?

Dec 26, 2022 @ 10:36 am
Weather: সাত বছরে উষ্ণতম বড়দিন! এক রাতে কত ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ?

এক রাতে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ল তিন ডিগ্রি। প্রায় একই অবস্থা রাজ্যের অন্যান্য জেলা গুলির। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। দাপট বজায় থাকবে কুয়াশারও। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার ছিল সাত বছরে উষ্ণতম বড়দিন। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি। এক রাতে তাপমাত্রার পারদ চড়ল আরও তিন ডিগ্রি। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। বুধবার পর্যন্ত একইরকম আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে কুয়াশার দাপট বজায় থাকবে আরও ৪৮ ঘন্টা।

Related Articles