Sambad Samakal

Covid: কোভিড প্রতিরোধে সক্ষম! ভারতীয় সংস্থার কোন ওষুধের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

Dec 27, 2022 @ 10:39 am
Covid: কোভিড প্রতিরোধে সক্ষম! ভারতীয় সংস্থার কোন ওষুধের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

চিন-সহ বিশ্বের বেশ কিছু প্রান্তে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোয় সতর্ক রয়েছে ভারত। ফের অতিমারীর বাড়বাড়ন্ত রুখতে কোমর বেঁধেছে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা। হু’র তরফে প্রাথমিক অনুমোদন পেল ভারতীয় সংস্থা ‘হেটেরো’র তৈরি ওষুধ, নিরমাকম। এটি এমন একটি ওরাল ড্রাগ যা করোনা প্রতিরোধ করতে সক্ষম বলে দাবি হায়দরাবাদের সংস্থা হেটেরো’র।

এটি ফাইজারের তৈরি ওর‌াল অ‌্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প‌্যাক্সলোভিড’-এর জেনেরিক রূপ। অতি সংকটজনক রোগীদের জন্য এই ‘প‌্যাক্সলোভিড’কে হু-এর তরফে সঠিক বলে গণ‌্য করা হয়েছিল। ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এক নতুন হাতিয়ার এল তা বলাই চলে। তবে চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না বলেও জানানো হয়েছে উৎপাদনকারী সংস্থার তরফে।

Related Articles