মেষ: প্রেমের জন্য পরিবারে বিবাদ। বাড়তি খরচে সাংসারিক কলহ।
বৃষ: অপ্রিয় কথা বলায় স্ত্রীর সঙ্গে অশান্তি। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন।
মিথুন: বাড়তি খরচ চিন্তা বাড়াবে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট: পরিবারের সকলে মিলে ভ্রমণের সুযোগ। পুরনো রোগ ফেলে রাখবেন না।
সিংহ: কর্মজীবনে সুযোগ ভাল আসবে। শরীর নিয়ে dসতর্ক থাকুন।
কন্যা: শরীর নিয়ে সতর্ক থাকুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।
তুলা: প্রেমে পরিবারের থেকে বাধা আসতে পারে। বাড়িতে কাজের জন্য খরচ বাড়তে পারে।
বৃশ্চিক: বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । দাম্পত্যে কলহ।
ধনু: কাজের চাপ বাড়বে। আইনি কাজে ভালো সুযোগ আসবে।
মকর: চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে।
কুম্ভ: সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন।
মীন: ব্যবসায় সাফল্য আসতে চলেছে। দাম্পত্যে বিবাদ।