Sambad Samakal

Chief Ministers: দেশের ধনীতম মুখ্যমন্ত্রী কে? সম্পদের নিরিখে সবথেকে নিচে কে?

Dec 29, 2022 @ 7:56 pm
Chief Ministers: দেশের ধনীতম মুখ্যমন্ত্রী কে? সম্পদের নিরিখে সবথেকে নিচে কে?

দেশের ধনীতম মুখ্যমন্ত্রী কে? সম্পদের নিরিখে তালিকার সবথেকে নিচেই বা রয়েছেন কোন মুখ্যমন্ত্রী? নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, দেশের ২৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ধনীতম হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

বিপরীতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পদের আর্থিক মূল্য মাত্র ১৬ লাখ টাকা। মুখ্যমন্ত্রীদের পেশ করা হিসাব অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণই সবচেয়ে কম।

এছাড়াও নির্বাচন কমিশন সূত্রে খবর, ৪ জন মুখ্যমন্ত্রীর পেশ করা হিসাব অনুযায়ী তাঁদের স্ত্রী’রা তুলনায় অনেক বেশি সম্পদের মালিক। এই তালিকায় সবার ওপরে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি কমিশনের কাছে ১৭ কোটি টাকার সম্পত্তির হিসাব পেশ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর এবং স্ত্রী লতার মোট সম্পদের পরিমাণ সাড়ে ১১ কোটি টাকা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সরেন রয়েছেন তৃতীয় স্থানে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর এবং সাধনা সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকারও বেশি।

Related Articles