Sambad Samakal

Jay Shree Ram: জয় শ্রীরাম নিষিদ্ধ করতে বিল বিধানসভায়! কী বললেন দিলীপ ঘোষ?

Dec 31, 2022 @ 12:17 pm
Jay Shree Ram: জয় শ্রীরাম নিষিদ্ধ করতে বিল বিধানসভায়! কী বললেন দিলীপ ঘোষ?

“জয় শ্রীরাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে শনিবার এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার হাওড়ায় বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের আগে “জয় শ্রীরাম” স্লোগানে বিরক্ত মমতা মঞ্চে ওঠেননি। তার প্রদিবাদেই এদিন কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ। অন্যদিকে, সরকারি অনুষ্ঠানে কেন “জয় শ্রীরাম” স্লোগান তোলা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীরা।

এদিন দিলীপ ঘোষ বলেন, “আমাদের দেশে বন্দেমাতরম বলতে আইনি বাধা নেই। জয় শ্রীরাম বলতেও বাধা নেই। উনি খেপে যাচ্ছেন কেন? আমাদের পিছনে তো রোজ জয় বাংলা বলছেন। আমরা কি খেপে যাই? যদি আপনার জয় শ্রীরাম শুনতে আপত্তি থাকে, বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। বিল এনে পাশ করিয়ে রাজ্যে জয় শ্রীরাম নিষিদ্ধ করে দিন। ইংরেজরা সার্কুলার জারি করে দেশে বন্দেমাতরম বলা বন্ধ করেছিল। তৃণমূল জয় শ্রীরাম নিষিদ্ধ করে দিক।”

শুক্রবার রেলমন্ত্রী হাতজোড় করে ক্ষমা চাওয়ার পরেও মূলমঞ্চে ওঠেননি মমতা। তা নিয়েও ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। বলেন, “ওর রাজনীতিটাই নেগেটিভ পলিটিকস।” তাঁর হুঁশিয়ারি, “সারা বাংলার লোক খেপে আছে। এ জিনিস গণতন্ত্রে চলতে পারে না। আপনারা তো সরকারি অনুষ্ঠানে আমাদের সাংসদ, বিধায়কদের ডাকেন না। আমরা তো তাও ডেকেছি। সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকল্পে ওঁর কোনও অবদান নেই। উনি রাতে শুয়ে শুয়ে একদিন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল করেছেন মোদিজি। সেখানে অতিথি হয়ে তারা আপনার রাজ্যে এসেছেন। আপনি এমন ভাব করছেন, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে।”

Related Articles