Sambad Samakal

New Year Celebration: বিশ্বের কোথায় প্রথম শুরু হয়েছিল ধুমধাম করে নববর্ষের উদযাপন?

Jan 1, 2023 @ 12:16 pm
New Year Celebration: বিশ্বের কোথায় প্রথম শুরু হয়েছিল ধুমধাম করে নববর্ষের উদযাপন?

কয়েকটি বিশেষ দেশ বা অঞ্চলকে বাদ দিলে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই মহা ধুমধাম করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১ জানুয়ারি নববর্ষ পালিত হয়। তবে কোথায়, কবে থেকে এই উদযাপনের সূচনা হয়েছিল জানেন? ৪ হাজার বছর আগে প্রথমবার নববর্ষের উদযাপন শুরু হয়েছিল রোমে। নেপথ্যে ছিলেন রোমান শাসক জুলিয়াস সিজার।

তবে সেই সময়ে গ্রেগরিয়ান নয়, জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ীই পালিত হয়েছিল নববর্ষের উৎসব। সেই সময়েই ১ জানুয়ারি অর্থাৎ নববর্ষের প্রথম দিনটিকে ছুটি বা ‘হলিডে’ বলে ঘোষণা করেছিলেন জুলিয়াস সিজার। রোমার দরজার দেবতা জানুসের নামানুসারেই ‘জানুয়ারি’ মাসটির নামকরণ করেছিলেন সিজার।

Related Articles