Sambad Samakal

Anubrata: ‘প্রভাবশালী তত্ত্বেই’ শিলমোহর! অনুব্রতর জামিন মামলায় কী নির্দেশ আদালতের?

Jan 4, 2023 @ 5:16 pm
Anubrata: ‘প্রভাবশালী তত্ত্বেই’ শিলমোহর! অনুব্রতর জামিন মামলায় কী নির্দেশ আদালতের?

একটানা ১৪৬ দিন ধরে জেলবন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ ফের ‘প্রভাবশালী তত্ত্বেই’ শিলমোহর দিলেন এদিন।

গত ১১ আগস্ট গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে। তাঁর আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন যে, এতদিনে ৯৫ জন সাক্ষীর মধ্যে মাত্র ৩৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে জেলবন্দি করে রাখা হচ্ছে অনুব্রতকে। পাল্টা সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, গরু পাচার কাণ্ডে মূল তত্ত্বাবধায়ক ছিলেন অনুব্রত। তাঁকে ‘প্রভাবশালী দৈত্য’ বলেও অভিহিত করেন সিবিআইয়ের আইনজীবী। এরপরেই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা।

Related Articles