Sambad Samakal

Mamata: গঙ্গাসাগর কেন ‘জাতীয় মেলা’ নয়? কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

Jan 4, 2023 @ 5:40 pm
Mamata: গঙ্গাসাগর কেন ‘জাতীয় মেলা’ নয়? কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার গঙ্গাসাগরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই ফের একবার কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে সরব হলেন তিনি। প্রশ্ন তুললেন কেন গঙ্গাসাগরকে ‘জাতীয় মেলা’র তকমা দেওয়া হবেনা?

এদিন গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করেন মমতা। এরসঙ্গেই কাকদ্বীপের ৪০ মিটার দীর্ঘ কামারহাট সেতুরও উদ্বোধন করেন। তিনি বলেন, “গঙ্গাসাগর কেন জাতীয় মেলা হবেনা? কেন্দ্রকে বারবার বলেও এই স্বীকৃতি পাওয়া যায়নি। কুম্ভমেলার জন্য প্রয়োজনীয় সমস্ত অর্থ কেন্দ্র খরচ করে। কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য কেউ এক পয়সার বাতাসে দিয়েও সাহায্য করেনা। আমরা নিজেদের মতো করে একটু একটু করে কাজ করছি।”

গঙ্গাসাগরের সঙ্গে স্থলপথে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মুড়িগঙ্গার ওপর ব্রিজ তৈরি হলে কলকাতা থেকে স্থলপথে যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। এর জন্য ১০ হাজার কোটি টাকা প্রয়োজন। আমরা সরকার ও নীতি আয়োগের কাছে ফের এই বিষয়ে আবেদন করব।”

Related Articles