Sambad Samakal

Weather: আজ মরসুমের শীতলতম দিন, জাঁকিয়ে ঠান্ডা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Jan 5, 2023 @ 9:25 am
Weather: আজ মরসুমের শীতলতম দিন, জাঁকিয়ে ঠান্ডা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা শহর কলকাতায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার এক ধাক্কায় কয়েক ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। ফলে আজ চলতি মরসুমের শীতলতম দিন। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে রোদের দেখা মিলবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। রাজ্যের একাধিক জেলাশ শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করছেন আবহবিদদের একাংশ।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।

Related Articles