ফের হ্যাকারদের খপ্পরে পড়ল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। কোটি কোটি টুইটার অ্যাকাউন্টের সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর। একটি অনলাইন হ্যাকার প্ল্যাটফর্মে ২৩ কোটি টুইটার গ্রাহকের তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে এটি টুইটারে অন্যতম হ্যাকিংয়ের ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা যাচ্ছে, ২৩ কোটি টুইটার গ্রাহকের ইমেইল আইডি, পাসওয়ার্ড এই মুহূর্তে রয়েছে হ্যাকারদের হাতে। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়বেন বিভিন্ন সরকারের সমালোচকরা। কারণ তাঁদের সমস্ত ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গিয়েছে। যদিও এই হ্যাকিংয়ের ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি টুইটার কর্তৃপক্ষ।