Sambad Samakal

Joshimath: ক্রমশ বড় বিপর্যয়ের দিকে জোশীমঠ! এয়ার লিফ্টের ভাবনা প্রশাসনের

Jan 7, 2023 @ 11:12 am
Joshimath: ক্রমশ বড় বিপর্যয়ের দিকে জোশীমঠ! এয়ার লিফ্টের ভাবনা প্রশাসনের

ক্রমশ বড় বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে জোশীমঠ! শুক্রবার সন্ধ্যার পর থেকে লাগাতার বাড়ছে ফাটল। শনিবার সকালে সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফাটল ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০০টি বাড়ি। আতঙ্কে প্রবল ঠান্ডার মধ্যে কার্যত রাস্তাতেই রাত কাটাতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে এয়ার লিফ্ট করে দুর্গতদের উদ্ধার করতে হবে।

প্রসঙ্গত, শুক্রবারই একটি পরিত্যক্ত মন্দিরে ফাটল ধরার পরে সেটি ভেঙে যায়। এমনকী একটি হোটেলের সামনের রাস্তায় ফাটল ধরায়, সেটি অন্য বাড়ির গায়ে হেলে পড়ে। এর ফলে আতঙ্কে কার্যত ঘুম উড়েছে জোশীমঠের বাসিন্দাদের। পরিকল্পনাহীন পরিকাঠামো উন্নয়নই এই বিপর্যয়ের অন্যতম কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরিস্থিতি খতিয়ে দেখতে পৃথক দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকারও।

Related Articles