Sambad Samakal

Nandigram: শহীদ দিবসে নন্দীগ্রামে জমায়েত তৃণমূলের, পাল্টা কর্মসূচী শুভেন্দুর নেতৃত্বে

Jan 7, 2023 @ 10:27 am
Nandigram: শহীদ দিবসে নন্দীগ্রামে জমায়েত তৃণমূলের, পাল্টা কর্মসূচী শুভেন্দুর নেতৃত্বে

২০০৭ সালের আজকের দিনে নন্দীগ্রামে খুন হয়েছিলেন ৩ জন। তারপর থেকেই ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র নামে প্রতিবছর শহীদ দিবস পালিত হয়। শনিবার কাকভোরে নন্দীগ্রামে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে তৈরি শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, “সেদিন সিপিএমের হার্মাদরা যে কাজ করত, আজ সেই পরিস্থিতি ফিরিয়ে আনা হচ্ছে। সিপিএমের কায়দাতেই বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। ওই চোর-জোচ্চরকে কলার ধরে জেলে ঢোকানো হবে।”

পাল্টা সকাল ৭টা নাগাদ ওই স্থানেই পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই শহীদ বেদীতে মাল্যদান করে, তৃণমূলের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি। শুভেন্দু বলেন, “ওই চোরের কথার উত্তর দিতে আমে আসিনি। আমার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় দল এসেছে। আগামী এক সপ্তাহে আরও ১৫টি দল আসবে। এলাকায় এলাকায় গিয়ে চোরেদের চিহ্নিত করা হবে।’

Related Articles