Sambad Samakal

Chetla: চেতলায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন! আহত চার, ভর্তি হাসপাতালে

Jan 9, 2023 @ 10:20 am
Chetla: চেতলায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন! আহত চার, ভর্তি হাসপাতালে

সোমবার সকালে ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এদিন সকালে আচমকাই চেতলা হাট রোডের একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বাড়ির দেওয়াল ভেঙে এক দম্পতি ও তাঁদের দুই শিশুকে উদ্ধার করা হয়। আগুনের লেলিহান শিখায় অল্পবিস্তর আহত হওয়ায়, তাঁদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার লিক করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহত চার জনের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

Related Articles