Sambad Samakal

Ronaldo: বাদ গেলেন ক্যামেরুনের স্ট্রাইকার! কার স্থানে আল নাসেরে ঢুকলেন রোনাল্ডো?

Jan 9, 2023 @ 11:17 am
Ronaldo: বাদ গেলেন ক্যামেরুনের স্ট্রাইকার! কার স্থানে আল নাসেরে ঢুকলেন রোনাল্ডো?

সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে যায়গা করে নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাঁর প্রবেশের দিনেই দল থেকে বাদ গেলেন ক্যামেরুনের স্ট্রাইকার খেলোয়াড় ভিনসেন্ট আবুবককর।

জানা যাচ্ছে, সৌদি ফুটবল লিগে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট। ফলে রোনাল্ডোকে দলে নিতে গেলে কোনও এক জন পুরনো খেলোয়াড়কে বাদ দিতে হত আল নাসেরকে। আর সেই সূত্রেই ভিনসেন্ট আবুবকরের সঙ্গে নিকেদোর চুক্তি বাতিল করল আল নাসের। আগামী ২২ জানুয়ারি ইত্তেফাকের বিরুদ্ধে ম্যাচেই আল নাসেরের জার্সিতে অভিষেক হতে চলেছে রোনাল্ডোর।

Related Articles