Sambad Samakal

Joshimath: জোশীমঠে শুরু ফাটলগ্রস্ত বাড়ি ভাঙার কাজ, কী পরিস্থিতি এই মুহূর্তে?

Jan 10, 2023 @ 9:44 am
Joshimath: জোশীমঠে শুরু ফাটলগ্রস্ত বাড়ি ভাঙার কাজ, কী পরিস্থিতি এই মুহূর্তে?

জোশীমঠের বিভিন্ন নির্মাণে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি ও হোটেল ভাঙার কাজ শুরু করল স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, যে সমস্ত নির্মাণে ফাটলের পরিমাণ অত্যন্ত বেশি, সেগুলো ভেঙে ফেলা হবে। রুরকি আইআইটির বিশেষজ্ঞরা এই কাজে স্থানীয় প্রশাসনকে সাহায্য করছেন।

ইতিমধ্যেই জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। ফলে বড়সড় বিপর্যয় এড়াতেই ফাটল ধরা নির্মাণগুলি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোশীমঠে তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দলকে। কেন্দ্রের পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলও এদিন জোশীমঠে পৌঁছচ্ছে।

Related Articles