Sambad Samakal

Mamata: চলতি মাসেই অনুব্রত গড়ে মমতা?

Jan 11, 2023 @ 11:44 pm
Mamata: চলতি মাসেই অনুব্রত গড়ে মমতা?

কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। কিন্তু বীরভূমে তৃণমূলের দক্ষ সংগঠক, দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখনও জেলবন্দি। এই পরিস্থিতিতেই বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহে বীরভূমে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠক রয়েছে। প্রশাসনিক মহলে খবর, পরের দিনই অর্থাৎ ৩১ জানুয়ারি বীরভূমে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট এই বীরভূমেরই তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার তিন দিন পর অর্থাৎ ১৪ অগস্ট কলকাতার বেহালায় জনসভা করতে গিয়ে অনুব্রতকে ‘বীরের সম্মান’ দেওয়ার কথা বলেছিলেন মমতা। তবে বীরভূমে আর পা রাখেননি মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, অনুব্রতের জেলায় গিয়ে প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক বৈঠকও করতে পারেন তৃণমূল সুপ্রিমো। নবান্ন সূত্রে খবর, দু’দিনের সফর ধরে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। কিন্তু এখনই এ বিষয়ে কিছু বলতে নারাজ নবান্নের শীর্ষ কর্তারা। কারণ, মুখ্যমন্ত্রীর সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। তবে এ বিষয়ে বীরভূম জেলা প্রশাসনকেও নবান্নের তরফে প্রাথমিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Related Articles