কে হবেন ফিফার বর্ষসেরা ফুটবল প্লেয়ার? সেই নিয়েই এখন জোর জল্পনা চলছে গোটা বিশ্বে। মোট ১৪ জন ফুটবলারের নাম রয়েছে বর্ষসেরার তালিকায়। কিন্তু সেই তালিকায় স্থান পাননি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিজ, ফ্রান্সের করিম বেঞ্জিমা, মরক্কোর আশরাফ হাকিমি সহ ১৪ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরার সেরাকে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০-২১ সালের শুরু থেকে কাতার ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সময়কে মনোনয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিজের পছন্দের তারকাকে ভোট দিতে পারবেন আম জনতা। আগামী ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।