Sambad Samakal

Weather: ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! উধাও হবে ঠান্ডার আমেজ?

Jan 13, 2023 @ 9:17 am
Weather: ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! উধাও হবে ঠান্ডার আমেজ?

শুক্রবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই রোদের তেজ বাড়বে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েক দিনের তুলনায় এদিন কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। তবে স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে পারদ। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঠান্ডার দাপট অব্যাহত থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বজায় থাকবে ঠান্ডার আমেজ।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ।

Related Articles