Sambad Samakal

Weather: মকর সংক্রান্তিতে কুয়াশাচ্ছন্ন সকাল, ফের বাড়বে তাপমাত্রার পারদ?

Jan 15, 2023 @ 10:18 am
Weather: মকর সংক্রান্তিতে কুয়াশাচ্ছন্ন সকাল, ফের বাড়বে তাপমাত্রার পারদ?

রবিবার ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমি ঝঞ্জার কারণে আপাতত কিছুটা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। এদিন স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রা। যদিও আগামী কয়েক দিনে পশ্চিমি ঝঞ্জা কেটে গেলে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা।যদিও পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জেলাগুলোতে অব্যাহত থাকবে ঠান্ডার দাপট।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।

Related Articles