Sambad Samakal

Pakistan: পাকিস্তানে চরমে খাদ্য সংকট, আশঙ্কা জ্বালানি নিয়েও!

Jan 16, 2023 @ 10:50 am
Pakistan: পাকিস্তানে চরমে খাদ্য সংকট, আশঙ্কা জ্বালানি নিয়েও!

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে চরমে খাদ্য সংকট! প্রতি কেজি আটার মূল্য ১৫০ টাকা পার করে গিয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিও। এমনই এক ভিডিওয় দেখা গিয়েছে, প্রাণের ঝুঁকি নিয়ে আটা বোঝাই ট্রাকের পেছনে ছুটছেন নাগরিকরা। সাম্প্রতিক অতীতে এতবড় খাদ্য সংকটের মুখোমুখি হয়নি পাকিস্তান, এমনটাই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

অন্যদিকে, খাদ্যের সঙ্গে জ্বালানির সংকটও দেখা দিতে শুরু করেছে। রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। জানা যাচ্ছে, খাইবার পাকতুনখোয়া এলাকায় সাধারণ মানুষ প্লাস্টিকের প্যাকেটে এলপিজি গ্যাস জমিয়ে রাখছেন। তারপরে রান্নার কাজে ব্যবহার করছেন সেই গ্যাস।

Related Articles