Sambad Samakal

Kolkata HC: হাইকোর্ট চত্বরে বন্ধ মিটিং-মিছিল-জমায়েত! কেন এমন নির্দেশ আদালতের?

Jan 17, 2023 @ 3:56 pm
Kolkata HC: হাইকোর্ট চত্বরে বন্ধ মিটিং-মিছিল-জমায়েত! কেন এমন নির্দেশ আদালতের?

কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে হুজ্জুতি ও তাঁর নামে পোস্টার দেওয়ার ঘটনায় এবার কড়া অবস্থান নিল আদালত। কলকাতা হাইকোর্ট চত্বরে আপাতত কোনও মিটিং-মিছিল-জমায়েত করা যাবেনা বলে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী পোস্টারও লাগানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে।

বিচারপতি টিএস সিভাগনম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাস বিশেষ বেঞ্চ পোস্টার মারার ঘটনায় কলকাতা পুলিশের কমিশনার, অ্যাসিসটেন্ট কমিশনার ও লেক থানার ওসির কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। এছাড়াও বিচারপতি মান্থার এজলাসে হুজ্জুতির ঘটনায় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

Related Articles