Sambad Samakal

Recruitment Protest: নিয়োগের দাবিতে ফের চাকরিপ্রার্থীদের মহামিছিল শহর কলকাতায়

Jan 18, 2023 @ 1:30 pm
Recruitment Protest: নিয়োগের দাবিতে ফের চাকরিপ্রার্থীদের মহামিছিল শহর কলকাতায়

নিয়োগের দাবিতে ফের শহর কলকাতায় মহামিছিল চাকরিপ্রার্থীদের। বুধবার দুপুরে শহরের একাধিক এলাকা থেকে মিছিল করে হাজার হাজার চাকরিপ্রার্থী উপস্থিত হন ধর্মতলার রানী রাসমনি অ্যাভিনিউতে। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন ও কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম-দশম, দ্বাদশ-একাদশ, নার্সিং সহ একাধিক বঞ্চিত চাকরিপ্রার্থীদের সংগঠন যৌথভাবে এদিন প্রতিবাদে সামিল হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সরকারকে নিয়োগের জন্য ব্যবস্থা করতে হবে। নাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবে।

Related Articles