ফেব্রুয়ারির শেষে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন ঘোষিত হয়েছে। আর তাই পরিবর্তন করা হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিনই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন।
আর সেই কারণেই চলতি বছরের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে হবে ১ মার্চ। বৃহস্পতিবারই এই বিষয়ে নয়া বিজ্ঞপ্তি দিয়ে দিনক্ষণ পরিবর্তনের কথা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।