হাজার অনুরোধ সত্ত্বেও মঞ্জুর হলনা জামিনের আবেদন! ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতে যাওয়ার নির্দেশ দেওয়া হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে জেল হেফাজতের নির্দেশ হয়েছে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ৭ জনেরও। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ সহ সকলকে।
এদিন শুনানিতে জামিনের জন্য একাধিকবার আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এমনকী আদালতে ধর্না দেওয়ার কথাও বলেন। অবৈধ উপায়ে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে সিবিআইয়ের কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেই কথাও জানতে চান। যদিও সমস্ত সওয়াল-জবাব শোনার পরে আলিপুর আদালতের বিচারক ফের জেল হেফাজতে থাকারই নির্দেশ দেন।